গৃহবধূকে অপহরণের পর ধর্ষণ, ৪ দিন পর উদ্ধার
অপহরণের চারদিন পর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার এক গৃহবধূকে (১৯) গাজীপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রতিবেশীর ছেলে মিজানুর রহমানকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও অপহৃতের স্বজনরা জানায়, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই গৃহবধূ হেঁটে পাশের কলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় তাঁর মুখ চেপে ধরে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যান মিজানুর। গাজীপুরের একটি বাসায় তাঁকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন মিজানুর। গতকাল শুক্রবার সকালে সুযোগ পেয়ে ওই গৃহবধূ তাঁর ভাইকে মুঠোফোনে বিষয়টি জানান। কিন্তু আটকে রাখার স্থানের নাম বলতে পারেননি তিনি। এরপর তাঁর ভাই এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ওই গৃহবধূকে উদ্ধারে অভিযান চালায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত জানান, মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল শুক্রবার রাত ৩টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। এ সময় গ্রেপ্তার করা হয় মিজানুরকেও। অপহরণ ও ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার দুপুরে মিজানুরকে আদালতে পাঠানো হয়েছে। আর গৃহবধূকে আদালতের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।