নাটোরে বিএনপির প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ
নাটোর সদর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা ও দলীয় নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক এ অভিযোগ করেন। তিনি বলেন, সদর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী এমদাদুল হক আল মামুন দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গতকাল রোববার ৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছিলেন।
এ সময় সরকার দলের কর্মীরা সেখানে গিয়ে বাধা দেয় এবং গণসংযোগ না করতে হুমকি দেয়। এর আগেও বাধা ও হুমকি দেওয়া হয় বলে জানান আমিনুল হক।
বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেয়র পদপ্রার্থী এমদাদুল হক আল মামুন। তিনি নির্বাচনের সময় সেনা মোতায়েনের দাবি জানান।