মধুপুর শহীদ স্মৃতি স্কুলের পুনর্মিলনী ১৫ জানুয়ারি
টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী আগামী ১৫ জানুয়ারি-২০১৬ অনুষ্ঠিত হবে। এর আগে এ পুনর্মিলনী অনুষ্ঠানটি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কারণে অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে।
পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুল আলিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ০১৭২৭-৪৭৪৬৫০, ০১৭৩০-১৬৬৮৩৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্মিলনীর আগের দিন, অর্থাৎ ১৪ জানুয়ারি সারা দিন নিবন্ধনের কপি দেখিয়ে স্কুল থেকে এ-সংক্রান্ত উপহারসামগ্রী সংগ্রহ করা যাবে। যাঁরা অনলাইনে নিবন্ধন করেছেন, তাঁদের অনলাইন নিবন্ধন নম্বর নিয়ে এলেই হবে।
পুনর্মিলনীর লোগোখচিত টি-শার্ট, ব্যাগ, লাঞ্চ কুপন, আইডি কার্ড এখান থেকে বিতরণ করা হবে। অনুষ্ঠানস্থলে অবশ্যই এসব উপহারসামগ্রী নিয়ে আসতে হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।