টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুজন নিহত
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক যাত্রী। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার হেমনগর ভোলারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুপুরে ভূঞাপুর থেকে তারাকান্দিগামী একটি ট্রেন হেমনগর ভোলারপাড়া পৌঁছালে রেলক্রসিংয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আনোয়ার (৪০) ও অজ্ঞাত এক নারী যাত্রী নিহত হন।
নিহত আনোয়ারের বাড়ি গোপালপুর উপজেলার বেলুয়া গ্রামে। দুর্ঘটনায় আহত অপর যাত্রী রিয়াকে (১৩) গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।