ময়মনসিংহে নসিমন উল্টে দুই তাবলিগ সদস্যের মৃত্যু
ময়মনসিংহের সদর উপজেলায় নসিমন উল্টে তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মনতলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন আব্দুল হালিম ও চান মিয়া।
পুলিশ ও আহতরা জানান, তিনদিনের তাবলিগ জামাত শেষে কয়েকজন মুক্তাগাছা উপজেলার সত্রাশিয়া থেকে নসিমনে করে সদর উপজেলার বেগুনবাড়ী ফিরছিলেন। পথে সদর উপজেলার মনতলা বাজারের কাছে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গুরুতর আহত ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। ময়নাতদন্তের জন্য তাঁদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম এনটিভিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।