হিলি সীমান্তে অনুপ্রবেশ, ৭ ভারতীয় আটক
দিনাজপুরের হিলি সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে সাত ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চুড়িপট্টি এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানাধীন বেলবাড়ী গ্রামের খোকা হাওলাদারের ছেলে শ্যামল চন্দ্র হাওলাদার (৩৫), তাঁর স্ত্রী শিল্পী হাওলাদার (৩০), ছেলে পাণ্ডম (১১), মেয়ে রূপালী (৮), একই গ্রামের মংলা হাওলাদারের স্ত্রী দুলালী হাওলাদার (৩২), তাঁর মেয়ে সুমিতা (১০) ও সুমী (৪)।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার আতাহার আলী জানান, আটক ব্যক্তিরা সীমান্তের ২৮৪/৩৯ নম্বর সাব সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন। এ সময় হিলি বিওপির বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
আতাহার আলী বলেন, ‘এই সাতজন ভারতীয়কে ফেরত নেওয়ার জন্য বিএসএফের কাছে জরুরি বার্তা পাঠানো হয়েছে। তবে বিএসএফ আমাদের জানিয়েছে, তাদের নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। সঠিক পাওয়া গেলে ফেরত নেওয়া হবে। বর্তমানে তাদের হিলি বিওপি ক্যাম্পে রাখা হয়েছে।’
এদিকে সন্ধ্যা সোয়া ৬টায় এ সংবাদ লেখা পর্যন্ত বিএসএফের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।