বিএসএফের গুলিতে নিহত গরু ব্যবসায়ীর লাশ ফেরত কাল
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি গরু ব্যবসায়ী হেমন্ত কুমারের (৩০) লাশ ফেরত দেবে আগামীকাল বুধবার সন্ধ্যায়।
urgentPhoto
আজ মঙ্গলবার দুপুরে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আকতার ইকবাল ও বিএসএফের পক্ষে ছিলেন ভারতের কৃষাণগঞ্জ সেক্টরের বিএসএফ কমান্ডার এইচ এস ভিলান।
বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় সাংবাদিকদের লাশ ফেরত দেওয়ার এ তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল আকতার ইকবাল। তিনি বলেন, ভারতে লাশের ময়নাতদন্ত শেষে বিজিবির কাছে লাশ হস্তান্তর করবে বিএসএফ।
আজ ভোর ৪টায় বশালগাঁও সীমান্তের ৩৫১ নম্বর পিলার এলাকায় ভারতের সনগাঁও বিএসএফ ক্যাম্পের সদস্যরা হেমন্ত কুমারকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি ওই উপজেলার খলড়া গ্রামের জীতেন্দ্রনাথের ছেলে। হেমন্ত গরু ব্যবসায়ী বলে জানায় স্থানীয়রা।