খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আজ শনিবার সকালে খাগড়াছড়ি পৌর শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু চেতনা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে মাইকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানো হয়।
দিনটি উপলক্ষে সকালে পৌর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের নেতৃত্বে শোভাযাত্রাটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা পৌর টাউন হলে বঙ্গবন্ধু চেতনা ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতাযুদ্ধে সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথো অং মারমার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মংক্যাচিং চৌধুরী, নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগ নেতা জুয়েল চাকমা, মংশিপ্রু চৌধুরী অপু, দিদারুল আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মংসা থোয়াই চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন প্রমুখ।
এদিকে ৭ মার্চ উপলক্ষে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি আলোচনা সভার আয়োজন করা হয়।