খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি আটক
খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে নগরীর শিরোমনি বিসিক এলাকার একটি মিল থেকে তাঁকে আটক করা হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু এনটিভি অনলাইনকে জানান, বিকেল সোয়া ৫টার দিকে বিসিক এলাকার একটি জুট মিল থেকে মিজানুরকে আটক করে নগরীর খান জাহান আলী থানা পুলিশ। তিনি পলাতক থেকে বিভিন্ন নাশকতার পরিকল্পনা ও নির্দেশনা দিয়ে আসছিলেন।
তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
তবে জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার পক্ষ থেকে দাবি করা হয়েছে, মিজানুরের বিরুদ্ধে কোনো মামলা নেই।