খাগড়াছড়ির দুই পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী চায় বিএনপি
খাগড়াছড়ি ও মাটিরাঙা পৌরসভা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছে বিএনপি। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া এ আহ্বান জানান।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়া এ কথা বলেন। জেলার মাটিরাঙায় জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতি মো. নজরুল ইসলাম হত্যার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগ পরিবারের এক স্বতন্ত্র প্রার্থী ব্যানার লাগিয়ে খাগড়াছড়ি পৌরসভা এলাকায় একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর নির্বাচন কর্মকর্তাকে বিষয়গুলো জানানোর পরও কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। এতে করে আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা আছে।’
মাটিরাঙায় গতকাল মঙ্গলবার রাতে নজরুল ইসলামকে হত্যার জন্য আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী শামছুল হকের লোকজনকে দায়ী করে ওয়াদুদ ভূঁইয়া বলেন, ‘নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও পরের দিন-এই তিনদিন খাগড়াছড়ি সদর পৌরসভা ও মাটিরাঙা পৌরসভায় সেনা মোতায়েনের আহ্বান জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত উপস্থিত ছিলেন।