চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুজন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আহসান উল্লাহ ও ইসলামী ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি শফিকুল মাওলা সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে হালিশহর থানা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
তাঁদের মধ্যে আহসান উল্লাহকে হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। হালিশহর থানা এলাকার অন্য একটি জায়গা থেকে সুমনকেও গ্রেপ্তার করা হয়। তবে কোন জায়গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
জানতে চাইলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে এনটিভি অনলাইনকে বলেন, আহসান উল্লাহর বিরুদ্ধে নাশকতাসহ তিনটি মামলা আছে। ২০১২ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়া থানার রসুলবাগ আবাসিক এলাকায় তাঁর বাসার মালামাল জব্দ করা হয়েছিল।