রংপুরে সাংবাদিকের লাশ উদ্ধার
রংপুরে একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক মসিউর রহমান ওরফে উৎস রহমানের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মসিউর রহমান রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি নগরীর স্টেশন রোডে বসবাস করতেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, দমদমা এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের পাশে একটি গাছের সঙ্গে উৎস রহমানের লাশ বেঁধে রেখেছিল দুর্বৃত্তরা। আজ সকালে এ অবস্থায় তাঁর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় তাঁর মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়।
ওসি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ ছাড়া এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ছাড়া পুলিশ সুপার আবদুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
উৎস রহমানের সহকর্মীরা জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত যুগের আলো অফিসে কাজ শেষ করে বাসা যাওয়ার কথা বলে অফিস থেকে বেরিয়ে যান উৎস রহমান। এর পর রাতে আর বাসায় ফেরননি উৎস।
এদিকে, ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা সাংবাদিক সজীবের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।