খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৮
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের মধ্যে পুলিশের বিশেষ অভিযানে খুলনার বিভিন্ন জায়গা থেকে ২৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি ও ইসলামী ছাত্রশিবিরের তিন নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান জানান, গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত কেএমপির আটটি থানা এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৩১ নম্বর ওয়ার্ড ছাত্রশিবির সভাপতি ইরফান হোসেন, কর্মী আবদুল্লাহ আল মামুন ও বিএনপিকর্মী সুমন হোসেন রয়েছে। বাকিদের বিভিন্ন মামলার পলাতক আসামি ও নাশকতার আশঙ্কায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
এদিকে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা সার্কিট হাউস ময়দানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন সামান্য আহত হন। পুলিশ জানিয়েছে, আতঙ্ক সৃষ্টির জন্যই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।