চুয়াডাঙ্গায় নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ
চুয়াডাঙ্গা সদর পৌরসভা নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় সদর পৌরসভা রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনউজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ওলিউল্লাহ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ৩৫ জন প্রিসাইডিং কর্মকর্তা ও ২০২ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অংশ নেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সবাইকে দায়িত্বশীল হতে হবে।’