ত্রিমুখী লড়াই, ‘মেয়র লোকমান’ ফ্যাক্টর
আর মাত্র তিনদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংদীর পৌর নির্বাচন। শেষ মুহূর্তে চলছে প্রার্থীদের ব্যাপক গণসংযোগ। বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন মেয়র পদপ্রার্থীরা। বসে নেই কাউন্সিলর পদপ্রার্থীরাও। আর ভোটাররা হিসাব-নিকেশ করছেন কার প্রতিশ্রুতি কতটুকু বিশ্বাসযোগ্য। কাকে ভোট দিলে উন্নয়ন ও কল্যাণ হবে নগরবাসীর।
নরসিংদী পৌর নির্বাচনে মেয়র পদে আলোচনায় আছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুম (মোবাইল ফোন) ও বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম সোহেল।
এ পৌরসভার মেয়র থাকাকালেই ২০০১ সালের ১ নভেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন। লোকমান এ পৌরসভার জনপ্রিয় মেয়র ছিলেন। তিনি দুবার নির্বাচিত হয়েছিলেন। এরপর উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পান লোকমানের ভাই কামরুল। এবারও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এ পৌরসভায় এখনো ভোটারদের মধ্যে লোকমানের প্রভাব রয়েছে বলেই মনে করেন স্থানীয় ভোটাররা।
আওয়ামী লীগ প্রার্থী কামরুজ্জামান কামরুল মেয়র লোকমানের ভাই হওয়ায় তাঁর প্রতি পৌর ভোটারদের এক ধরনের সহানুভূতিও রয়েছে। কামরুল পৌরবাসীকে একটি ‘মায়াময় শহর’ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি পুনরায় নির্বাচিত হতে পারলে পৌরসভার উন্নয়নে যে কাজগুলো হাতে নিয়েছেন সেগুলো শেষ করবেন বলে আশ্বাস দিচ্ছেন।
অপরদিকে আওয়ামী লীগ নেতা এস এম কাইয়ুম নিজেকে মেয়র লোকমানের ‘ভাবশিষ্য’ বলে পরিচয় দিচ্ছেন। তাঁর দাবি, লোকমানের স্ত্রী নির্বাচন করলে তিনি প্রার্থী হতেন না। তিনি বলেন, লোকমান হোসেন মারা যাওয়ার পর নরসিংদীতে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের ব্যবসা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষ নির্যাতিত হলে কোনো বিচার পায় না। সেই অবস্থা থেকে পৌরবাসীকে মুক্তি দিতে তিনি নির্বাচন করছেন।
অন্যদিকে বিএনপির সমর্থিত মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম সোহেল নরসিংদীকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিকল্পিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি শহর গড়ে তুলতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি।
বিএনপির এই প্রার্থী বলেন, ‘একটি শহরের উন্নতির জন্য অবশ্যই পরিকল্পনামাফিক উন্নয়ন করতে হবে। মেয়র নির্বাচিত হলে পরিকল্পিত আধুনিক নরসিংদী গড়ে তোলার চেষ্টা করব।’
তবে প্রার্থীদের আশ্বাস নয়, তাদের যোগ্যতা ও অতীত কাজের মাপকাঠি বিচার করেই নরসিংদীর ভোটাররা ভোট দেবেন।
নরসিংদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নিবারণ রায় এনটিভি অনলাইনকে বলেন, নরসিংদী পৌরসভায় মূলত ভোটযুদ্ধ হবে ত্রিমুখী।
তবে গত কয়েকদিনে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী এস এম কাইয়ুমের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদর থানায় মামলা ও গ্রেপ্তার হয়েছেন ছয়জন নেতাকর্মী।