তেঁতুলিয়ায় ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টর (মাহিন্দ্র) চাপায় জাহাঙ্গীর আলম (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
আজ রোববার সকালে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের বাংলাচণ্ডী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহাঙ্গীরের বাড়ি তেঁতুলিয়ার দেবনগর ইউনিয়নের বাংলাচণ্ডী গ্রামে। তিনি ওই গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।
দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম জানান, পাথরকোয়ারি থেকে ট্রাক্টরে পাথর বোঝাই করে রাস্তায় ওঠার সময় জাহাঙ্গীর চলন্ত ট্রাক্টরে উঠতে যান। এ সময় পা পিছলে চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেড এম আসাদুজ্জামান এনটিভি অনলাইনকে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত হওয়ার বিষয়টি জানিয়েছেন।