আ. লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহীদ মিনার এলাকায় ওই ধারা জারি করে প্রশাসন।
গতকাল রোববার রাত ৮টার দিকে শহীদ মিনার এলাকায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল হালিম উকিলের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর বাক্কারের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের পাঁচজন আহত হয়।
এ ঘটনার জেরে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নালিতাবাড়ীর শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ এনটিভিকে জানান, দুটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা জারি থাকবে।