নড়াইলে বিএনপির প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা
নড়াইল পৌরসভার বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী এস এম ওয়াহিদুজ্জামান মিলু। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ ঘোষণা দেন।
এর আগে কালিয়া পৌরসভার দুটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ব্যাপক কারচুরির অভিযোগে এ দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।
পৌর নির্বাচন শুরুর আগে ও পরে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এর মধ্যে মাদারীপুরের কালকিনি পৌরসভায় দুটি, জামালপুর সদর ও সরিষাবাড়ীতে দুটি, কুমিল্লার বরুড়ায় একটি, চট্টগ্রামের চন্দনাইশে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে আগাম সিল মেরে ব্যালট ঢোকানোর অভিযোগসহ বিভিন্ন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।