মানিকগঞ্জে জামায়াতের নেতাসহ আটক ৩৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম ও সাটুরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি শওকত আলীকে নাশকতার অভিযোগে আটক করা হয়েছে।
মাওলানা তাজুল ইসলামকে আজ রোববার বিকেলে ৪টায় শিবালয় উপজেলার আরিচাঘাট এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। অন্যদিকে শওকত আলীকে বালিয়াটি এলাকার তাঁর বাড়ি থেকে সন্ধ্যা ৬টায় আটক করে সাটুরিয়া থানা পুলিশ।
পুলিশের জেলা বিশেষ শাখার (ডিএসবি) পরিদর্শক মাহবুব আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের কর্মসূচিতে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা করছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা-এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির ও সাটুরিয়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদককে আটক করা হয়।
এ ছাড়া নাশকতার অভিযোগে সিংগাইর থানা এলাকায় ভজন (২৬), সূর্য চন্দ্র দাস (১৮), রাজকুমার (৪০) ও শিবালয় থানা এলাকায় সুজন মৃধা (২৯) নামে বিএনপির চার কর্মীকে আটক করা হয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানা ও নিয়মিত মামলার আরো ৩০ আসামি আটক করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।