লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা ‘হত্যার’ বিচারের দাবি পরিবারের
লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন ‘হত্যার’ বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়েছেন তাঁর পরিবার।
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি কার্যালয়ে নিহতের বাবা রিয়াজ উদ্দিন বাবুল এ সংবাদ সম্মেলন করেন। এ সময় নিহতের স্বজন নুরুল ইসলাম ও আমির হোসেন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে উপজেলার ধর্মপুর গ্রামের রিয়াজ উদ্দিন বাবুল জানান, তাঁর ছেলে ছাত্রলীগ নেতা এমরান হোসেন (২৩) নোয়াখালী সরকারি কলেজের বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ২৪ ডিসেম্বর বিকেলে পাশের ভবানীগঞ্জ ইউনিয়নের চৌরাস্তা বাজারে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সম্ভাব্য স্থান ও স্বজনদের কাছে খোঁজ নিয়েও তাঁর সন্ধান মেলেনি। এর পাঁচদিন পর গত ২৯ ডিসেম্বর সকালে ধর্মপুর গ্রামের নূর উল্লাহর গুদামসংলগ্ন পুকুরে একটি লাশ ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। তিনি সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন। এ ঘটনায় মামলা করতে থানায় একাধিকবার গেলেও পুলিশ তা নেয়নি।
নিহতের বাবা বলেন, ‘জমি নিয়ে একই এলাকার জাহাঙ্গীর আলম দিলনদের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। এ নিয়ে তাঁরা এমরানকে হত্যার হুমকিও দিয়েছিল। সুষ্ঠুভাবে ঘটনাটি তদন্ত করলে হত্যার রহস্য উদঘাটন হবে। আমি ছেলে হত্যার বিচার দাবি করছি।’
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন ভূঁইয়া বলেন, পুকুর থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।