লোহাগড়ায় ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ইতনা ইউনাইটেড ক্লাব চত্বরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন অভিযোগকারীর মা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, নড়াইলের লোহাগড়ার ইতনা গ্রামের বিপুল শেখ ২২ ডিসেম্বর রাতে প্রতিবেশী এক তরুণীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করে। ওই তরুণীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিপুল পালিয়ে যায়। এ ঘটনায় বিপুল শেখসহ নয়জনকে আসামি করে গত ২৪ ডিসেম্বর লোহাগড়া থানায় মামলা করা হলেও মূল আসামি বিপুল শেখকে আজও গ্রেপ্তার করা হয়নি।
সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।