লক্ষ্মীপুরে প্রবাসীকে অপহরণ, দুই লাখ টাকা মুক্তিপণ দাবি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার থেকে নূর আলম (৩২) নামের এক প্রবাসীকে তুলে নিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শনিবার ওই প্রবাসীর ছোট ভাই শাহ আলম চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এ নিয়ে প্রবাসী পরিবারের সদস্যরা চরম উদ্বিগ্ন রয়েছেন। তাঁরা জেলা পুলিশ ও র্যাবের হস্তক্ষেপ চেয়েছেন। অপহৃত নূর আলম চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের মো. রফিক উল্যার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে বের হয়ে প্রবাসী নূর আলম চন্দ্রগঞ্জ বাজারে যান। এর পর তিনি আর বাড়িতে ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তাঁর সন্ধান পায়নি পরিবার। পরে শনিবার সকালে তাঁর মোবাইল ফোন থেকে কল করে বলা হয়, নূর আলম বিপদে পড়েছেন, তাঁকে বাঁচানোর জন্য ২০ হাজার টাকা দিতে হবে। এ কথা শুনেই তাঁদের দেওয়া একটি বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাঠানো হয়। এর পর আবার মুক্তিপণের জন্য দুই লাখ টাকা দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়।
অপহৃতের ছোট ভাই জানান, পরিকল্পিতভাবে তাঁর ভাইকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। টাকা দেওয়ার জন্য তাঁদের একাধিক বিকাশ নম্বরও দেওয়া হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তাঁর ভাইকে জীবিত উদ্ধার করার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, অপহৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তাঁকে সুস্থভাবে উদ্ধার করতে পুলিশি অভিযান চলছে।