হিলি সীমান্তে কড়া নজরদারি বিএসএফের
ভারতের একটি বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় হিলি সীমান্তে কড়া নজরদারি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পাশাপাশি বাড়িয়েছে বিএসএফের সদস্য সংখ্যাও। এর ফলে চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।
পক্ষান্তরে বিএসএফের পাশাপাশি সীমান্তে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশও (বিজিবি)।
ভারত থেকে দেশে ফেরার পথে কয়েকজন পাসপোর্টধারী যাত্রী জানান, কলকাতা শিয়ালদহ রেলস্টেশনে ঢুকতে পুলিশি তল্লাশির সম্মুখীন হতে হয়েছে। এরপর বালুরঘাট থেকে হিলি চেকপোস্টে আসতে চার স্থানে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির করেছে পুলিশ ও বিএসএফ।
এদিকে জয়পুরহাট-৩ বিজিবির একটি সূত্র জানায়, বিজিবি সীমান্তে সব সময় সতর্কাবস্থায় থাকে। তাই বাড়তি কোনো নজরদারির দরকার হয় না।
গতকাল ভোরে পাঞ্জাব রাজ্যের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয় চার সন্ত্রাসী। আর সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য।