লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে ‘ডাকাত’ আহত
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মেহরাজ (২৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ মেহরাজ ডাকাত দলের সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি করে পুলিশ।
গুলিবিদ্ধ মেহরাজ লক্ষ্মীপুর সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাঁদের নাম জানা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আবুল বাশার জানান, রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে চরশাহীর জাফরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল লোক। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানার পুলিশ ও লক্ষ্মীপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশ ওই স্থানে অভিযান চালায়। এ সময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দল পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় মেহরাজকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি এলজি, চারটি গুলি, দুটি লোহার পাইপ, একটি ধারালো কিরিচ ও চারটি ককটেল উদ্ধার করা হয়।