পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পিরোজপুরে মাদকবিরোধী অভিযান ও প্রচারের মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা আলহাজ এ কে এম এ আউয়াল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সামসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সিভিল সার্জন ফখরুল আলম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান।