লক্ষ্মীপুরের মাদ্রাসায় ওয়াজ মাহফিল, কম্বল বিতরণ
লক্ষ্মীপুরের কমলনগরে আফিয়া-বারী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামপাড়া মাদ্রাসা ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলের উদ্বোধন করেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম।
সাবেক ইউপি ভাইস চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির বার্তা সম্পাদক আবদুস শহিদ, চরফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এন এম আশ্রাফ উদ্দিন, চাঁদপুর নূরজাহান জামে মসজিদের খতিব ও মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাফিজুর রহমান এবং তোরাবগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মহসিন প্রমুখ। এ সময় ওই মাদ্রাসার এতিম ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।