এই বছরই ফোর জি ইন্টারনেট : তারানা হালিম
চলতি বছরই দেশে ফোর জি ইন্টারনেট নেটওয়ার্ক চালু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
দুই বছরে নিজ মন্ত্রণালয়ের অর্জন এবং নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে আজ বুধবার সকালে সচিবালয়ে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান।
তারানা হালিম জানান, ফোর-জির পাশাপাশি নতুন বছরে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত থ্রি-জির বিস্তার এবং মোবাইল ফোন নম্বর পোর্টেবিলিটি ও মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হবে।
প্রতিমন্ত্রী জানান, টেলিযোগাযোগ খাতে বাজার প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে। এশিয়া- প্যাসিফিক অঞ্চলের ২০টি বড় দেশের ওপর মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন 'জিএসএমএ'র পরিচালিত গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
আগামী ১২ জানুয়ারি সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন জানিয়ে তারানা হালিম বলেন, বৈঠকে বাংলাদেশে অ্যাডমিন প্যানেল স্থাপনসহ অভিযোগ নিষ্পত্তির বিষয়ে আলোচনা হবে।