চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
লক্ষ্মীপুরের রামগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে রামগঞ্জ পৌরসভার জোড়া কবরসংলগ্ন আঙ্গারপাড়া এলাকায় প্রবাসী বাচ্চু দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এর মধ্যে আটক হাজি মো. রুহুল আমিন খলিফা প্রবাসী বাচ্চু দেওয়ানের শ্বশুর।
গণপিটুনিতে নিহত যুবক মুসলিমের (৩০) বাড়ি রামগঞ্জের আউগানখীল এলাকায়।
আজ বৃহস্পতিবার সকালে রামগঞ্জ পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হান্নান বাবু বলেন, রাতে প্রবাসী বাচ্চু দেওয়ানের ঘরে চোর ঢুকলে পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন গিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে মুসলিমের মৃত্যু হয়।
রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোলাইমান চৌধুরী জানান, চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর লাশ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে।
তবে আটকের বিষয় জানতে চাইলে ‘ব্যস্ত আছি, পরে ফোন করবেন’ বলে মোবাইল সংযোগ কেটে দেন পরিদর্শক।