রায়পুরে স্কুলে পেট্রল ঢেলে আগুন
লক্ষ্মীপুরের রায়পুরের মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনে প্রতিষ্ঠানের কিছু আসবাব ও প্রয়োজনীয় কাগজ পুড়ে গেছে। খবর পেয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলম ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আখন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় রাতেই স্কুলের প্রধান শিক্ষক শামছুদ তাওহীদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে রায়পুর থানায় একটি মামলা করেন।
বিদ্যালয়ের নৈশপ্রহরী আহসান উল্ল্যা জানান, সন্ধ্যায় স্কুলসংলগ্ন বাজারে গিয়েছিলেন তিনি। এ সুযোগে প্রধান শিক্ষকের কার্যালয়ের একটি জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ কিছু আসবাব ও প্রয়োজনীয় কাগজ পুড়ে যায়। তিনি বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আখন্দ জানান, ‘স্কুলে নাশকতার ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা এরই মধ্যে পুড়ে যাওয়া আলামতগুলো জব্দ করেছি। নাশকতাকারী যেই হোক, তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’