ইজিবাইকে চাঁদর পেঁচিয়ে যাত্রীর মৃত্যু
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর এলাকায় ইজিবাইকের চাকায় গায়ের চাঁদর গলায় পেঁচিয়ে সাদিয়া (৩৮) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় দুর্গাপুরের মোল্লাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের চিনাবুনিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত সাদিয়া শ্রীরামকাঠি এলাকা থেকে ইজিবাইকে করে পিরোজপুর সদরে আসছিলেন। দুপুর ১২টায় দুর্গাপুর মোল্লাবাড়ি নামক স্থানে এলে ইজিবাইকের চাকায় গায়ের চাঁদর গলায় পেঁচিয়ে গেলে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. সাকিল সরোয়ার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সাদিয়ার মৃত্যু হয়েছে।