কাল আখেরি মোনাজাত, রাত থেকে যান চলাচল বন্ধ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ শনিবার। আর কাল রোববার অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এর মধ্য দিয়েই শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে আজ দিবাগত রাত ৩টা থেকে টঙ্গীর তুরাগ তীর ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকবে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম আলম সংবাদ সম্মেলনে জানান, আগামীকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
যানবাহন চলাচলের বিষয়ে গাজীপুরের ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সাখাওয়াত হোসেন জানান, শনিবার দিবাগত রাত ৩টা থেকে রোববার আখেরি মোনাজাতের সময় পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় ভোগড়া বাইপাস মোড় থেকে কুড়িল বিশ্বরোড, সাভারের বাইপাইল থেকে আবদুল্লাহপুর পর্যন্ত অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।
এদিকে ইজতেমায় যোগ দিতে ও আখেরি মোনাজাতে অংশ নিতে আজও দলে দলে মুসল্লিরা গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে আসছেন।
টঙ্গীর রেলওয়ে সূত্রে জানা গেছে, আখেরি মোনাজাত উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আখাউড়া, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন রেলপথে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আখেরি মোনাজাতের আগে ও পরে সব ট্রেন টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।
এদিকে ইজতেমা ময়দানের নিরাপত্তা পর্যবেক্ষণ করতে এসে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান জানান, আগের তুলনায় এবারের ইজতেমায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘অন্যান্য বছরের চেয়ে এ বছর আমাদের লোকবল এবং অন্যান্য ডিভাইস যেগুলো দেওয়া দরকার সেগুলো আমরা দিয়েছি। যাতে কোনো ধরনের কোনো নাশকতা কেউ করতে না পারে, বা কেউ চেষ্টা করলেও ধরা পড়ে যাবে।’
এ ছাড়া আজ বাদ আসর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে এই আসর। এরই মধ্যে শতাধিক যুগলের নাম তালিকাভুক্ত করা হয়েছে।