নরসিংদীতে সহকারী স্টেশনমাস্টার সাময়িক বরখাস্ত
নরসিংদী স্টেশনের আউটার সিগন্যালে তিতাস কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে হতাহতের ঘটনায় সহকারী স্টেশনমাস্টার মো. শাহজাহান মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে গঠিত চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি আজ শনিবার এ বরখাস্তের আদেশ দেন।
টঙ্গী-ভৈরব ডবল লাইন উদ্বোধনের ১২ ঘণ্টার মধ্যেই গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের ফেসিং পয়েন্টে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ৩৬ ডাউন তিতাস কমিউটার ট্রেনটি ইঞ্জিন ও একটি কোচসহ দুর্ঘটনায় পড়ে। ইঞ্জিনটি সম্পূর্ণ লাইনচ্যুত হয়ে উল্টে পড়ে যায়। আর কোচটির চারটি চাকা আংশিক লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনের নিচে চাপা পড়ে জেলার রায়পুরা উপজেলার হাইরমারা গ্রামের রিকশাচালক বাবুল ও অজ্ঞাতনামা একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১২টায় এবং ঢাকা থেকে একটি উদ্ধারকারী ট্রেন রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে পৌঁছায়। এর পর থেকে উদ্ধারকারী ট্রেন দুটি প্রায় সারা রাত উদ্ধার তৎপরতা চালিয়ে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উদ্ধারকাজ সম্পন্ন করে। তিতাস কমিউটারের উদ্ধারকৃত ইঞ্জিন ও পাঁচটি কোচ ঢাকায় নিয়ে আসা হয়েছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত কোচটি নরসিংদী রেলস্টেশনের ৪ নম্বর লাইনে রাখা হয়েছে।
এ লাইনচ্যুতির ঘটনা তদন্তে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমানকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আর এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।