পার্বতীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। সম্মেলনে দিনাজপুর-৫ আসনের সাংসদ বর্তমান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে জড়িয়ে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামালের বক্তব্যের নিন্দা জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পার্বতীপুর উপজেলার শাখার সভাপতি শচীন্দ্র নাথ বলেন, ‘অ্যাডভোকেট সুলতানা কামাল দিনাজপুর-৫ আসনের ছয়বারের সাংসদ মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।’ একটি মহল তাঁর ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।
পার্বতীপুর উপজেলা শাখার পূজা উদযাপন কমিটির সভাপতি কৈলাস প্রসাদ সেন বলেন, প্রকৃতপক্ষে ওই জমির মালিক এমদাদ চৌধুরী। যে ৫০টি পরিবার অভিযোগ করেছে, তারা ওই জমির বর্গাদার ছিল। এখন তাদের কাছ থেকে জমি ফেরত নিয়ে অন্য কৃষককে জমি দেওয়ার কারণেই তারা এই ষড়যন্ত্র করেছে।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির পার্বতীপুর শাখার সাধারণ সম্পাদক দীপেশ চন্দ্র রায়, ২ নম্বর মনমথপুর ইউপির আওয়ামী লীগ সভাপতি ধীরেন কান্ত দাস প্রমুখ।