সাত জেলায় সার সরবরাহ বন্ধ
আশুগঞ্জ সার কারখানা থেকে ডিলাররা সার নেওয়া বন্ধ করে দেওয়ায় দুই দিন ধরে সাত জেলায় সার সরবরাহ বন্ধ রয়েছে। বস্তায় সার কম থাকায় ডিলাররা সার নেওয়া বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সার সমিতির সভাপতি রুহুল আমিন বকুল।
বকুল বলেন, ‘প্রতিটি বস্তায় কমপক্ষে দুই থেকে তিন কেজি সার কম পাওয়া যায়। এ বিষয়ে বেশ কয়েকবার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা সার নেওয়া বন্ধ করে দিয়েছি। এ কারণে দুইদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও নেত্রকোনায় সার সরবরাহ বন্ধ রয়েছে।’
এ ব্যাপারে আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে কারখানার দুজন কর্মকর্তা সার সরবরাহ বন্ধের কথা স্বীকার করে বলেন, আশুগঞ্জ সার কারখানা থেকে সরবরাহ করা বস্তায় সার কম থাকায় গতকাল সোমবার সকাল থেকে সার নিচ্ছেন না ডিলাররা।