আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে তদন্ত কমিটি
যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৯ ইউনিট বন্ধ হওয়ার ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) গঠিত চার সদস্যবিশিষ্ট তদন্তদল আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় বিদ্যুৎকেন্দ্রের সব চালু ইউনিট একযোগে বন্ধ হয়ে যায়।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কারিগরি বিভাগের পরিচালক তপন কুমার রায়ের নেতৃত্বে চার সদস্যের তদন্তদল আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করে।
তদন্তদলটি এ সময় বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নুরুল আলম, নির্বাহী পরিচালক এ. এম. এম. সাজ্জাদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করে। পরবর্তী সময়ে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ ও নেটওয়ার্ক পরিদর্শন করে।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎকেন্দ্রের চালু সব কটি ইউনিট একসাথে বিকট শব্দে বন্ধ হয়ে যায়। কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৮১০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। কেন্দ্রটিতে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, বৃহত্তর ময়মনসিংহ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।