শরীয়তপুরে সংঘর্ষ, আহত ২৫
জমিতে কীটনাশক দেওয়া নিয়ে শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর গ্রামে আজ মঙ্গলবার সকালে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের ২৫ জন আহত হয়েছেন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় পাঁচটি ঘর ও একটি দোকান ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। থানায় মামলার প্রস্তুতি চলছে।
ফরিদুল ইসলাম জানান, কাশিপুর গ্রামের কৃষক মান্নান মাল গম ক্ষেতে কীটনাশক দেন। সেই কীটনাশক খেয়ে প্রতিবেশী রুহুল আমীন মোল্লার ৮-১০টি মুরগি মারা যায়। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ শুরু হয়। বিষয়টি মীমাংসা করার জন্য গ্রামবাসী আজ সালিশ বৈঠকের আয়োজন করে। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হন।
মান্নান মাল বলেন, ‘আমার গম ক্ষেতের কীটনাশক খেয়ে কয়েকটি মুরগি মারা যাওয়ায় গ্রামবাসীর অনুরোধে জরিমানা দিতে রাজি হয়েছিলাম। তারপরও রুহুল আমীন মোল্লা আমাদের ওপর হামলা করেছে।’
এদিকে রুহুল আমীন মোল্লার দাবি, ‘মান্নান মাল অন্যায়ভাবে জমির চারপাশে কীটনাশক দিয়েছে। এতে আমার ১০টি মুরগি মারা গেছে। গ্রামবাসী জরিমানা দিতে বললে সে আমার লোকের ওপর হামলা চালায়।’