আমতলীতে সাইক্লোন শেল্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনার আমতলী উপজেলার নবনির্মিত সাতটি বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভবনগুলোর ফলক উন্মোচন করেন সৌদি যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ আল সৌদ।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ঘটখালী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান করা হয়েছে।
তুর্কি বিন আবদুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন সৌদির আরেক যুবরাজ বদর বিন আবদুল্লাহ, সৌদি মেজর জেনারেল আলী আল খাত্তানি, ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মদ আলী।
এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মো. মেজবাহ্ উদ্দীন, অর্থনীতিবিদ জামিলুর রেজা চৌধুরী।
সৌদি আরবভিত্তিক দাতা সংস্থা ফায়েল খায়েরের অর্থায়নে সাতটি বিদ্যালয় ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় বরগুনা জেলায় আরো ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন কাম সাইক্লোন শেল্টারের নির্মাণকাজ চলমান আছে।