কুমিল্লার চান্দিনায় দোল উৎসব
কুমিল্লার চান্দিনার ডুমুরিয়া গ্রামে দুই দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব চলছে। গতকাল সোমবার ভোর থেকে এ উৎসব শুরু হয়েছে। আগামীকাল ভোরে নগর কীর্তনের মাধ্যমে শেষ হবে আনুষ্ঠানিকতা।
উৎসব কমিটির সভাপতি চিকিৎসক বেনু ধর মজুমদার এনটিভি অনলাইনকে জানান, ১৯৮৭ সালের ২৮ আগস্ট শ্রী শ্রী নগেন্দ্র কুমার গোস্বামী পরলোক গমন করার পর থেকে প্রতি বছর তাঁর তিরোধান দিবসকে উপলক্ষ করে এই দোল উৎসবের আয়োজন করা হয়। এ দিন তাঁর স্ত্রী পুষ্প রানী গোস্বামী আশ্রমে আগত ভক্তদের আশীর্বাদ দেন। এ ছাড়া দোল উৎসব উপলক্ষে অর্চনা, কীর্তন ও আগত অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
ডুমুরিয়া গ্রামের এ উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ভক্তের সমাগম হয়। এ উপলক্ষে আশ্রমের আশপাশে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা।