লক্ষ্মীপুর আদালত পরিদর্শন প্রধান বিচারপতির
লক্ষ্মীপুরে জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় তিনি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
সম্প্রতি সমিতির সম্প্রসারিত নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে আইনজীবীরা আদালতের এসব কক্ষ ভাঙচুর করেছিলেন।
এদিন জেলা প্রশাসক জিল্লুর রহমানকে সঙ্গে নিয়ে সরকারি ভূমির ওপর নির্মাণাধীন সমিতির সম্প্রসারিত ভবনের নকশা দেখেন প্রধান বিচারপতি। আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরে এ পরিদর্শনে আসেন তিনি।
এদিকে, প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে আসা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার অরুণাভ চক্রবর্তী, প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জি এইচ এম আব্দুর নূর ও সাধারণ সম্পাদক রফিক উল্লাহ।
জেলা আইনজীবী সমিতির সম্প্রসারিত নতুন ভবন নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে গত ৩ জানুয়ারি থেকে জেলা ও দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জন করেন আইনজীবীরা। গত ৫ জানুয়ারি এ ঘটনায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের দরজা-জানালা ভাঙচুরসহ সংঘর্ষে আদালাতের ১০ জন কর্মচারী আহত হওয়ার ঘটনাও ঘটে।