সম্প্রীতি দিয়ে উন্নয়ন করতে চান নতুন মেয়র
নিজ এলাকায় সম্প্রীতির রাজনীতি করতে চান নরসিংদীর মাধবদী পৌরসভার নব নির্বাচিত মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিক। আর এ সম্প্রীতির রাজনীতি দিয়েই পৌর এলাকায় উন্নয়ন করতে চান তিনি।
আজ বুধবার দুপুরে মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি প্রার্থী মো. ইলিয়াসের বাড়িতে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোশাররফ হোসেন প্রধান মানিক। সেখানেই তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় মোশাররফের সঙ্গে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলী হোসেন শিশিরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাধবদী পৌরসভার ১২টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রে মোট ১২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মোশাররফ হোসেন প্রধান মানিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. ইলিয়াস পেয়েছেন আট হাজার ৪১৮ ভোট।
হট্টগোল,ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে ১২টি কেন্দ্রের মধ্যে ৩নং কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করেছে কমিশন।