জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ নির্মূল করা হবে
দেশের জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নির্মূল করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশে আইজিপি এ কথা বলেন।
এ কে এম শহীদুল হক আরো বলেন, ‘বাংলাদেশ জঙ্গিবাদের কোনো উর্বর ক্ষেত্র নয়। এ দেশের শান্তিপ্রিয় জনগণ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ এগুলো পছন্দ করে না। এ দেশে জঙ্গিবাদকে কিছুতেই মাথা চাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।’
পুলিশপ্রধান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্ববোধ থেকে কমিনিটি পুলিশিংয়ের সৃষ্টি। পুলিশের নিজস্ব কোনো শক্তি নেই। পুলিশের শক্তি আইনের শক্তি। জনগণের কল্যাণের জন্য এসব ব্যবহার করা হয়। পুলিশ ও জনতা একত্রিত হয়ে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পারবে।’
পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলামের সভাপতিত্বে জয়পুরহাট জেলা কমিউনিটি পুলিশ আয়োজিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, জয়পুরহাট জেলা প্রশাসক আবদুর রহিম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা কমিউনিটি পুলিশের আহ্বায়ক গোলাম হাক্কানী।