মেট্রোরেলের রুট পরিবর্তনের সুযোগ নেই : ওবায়দুল কাদের
মেট্রোরেলের রুট এখন আর পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
urgentPhoto
আজ শুক্রবার সকালে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর পরিবার দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের জানান, অর্থসংস্থান ও কাজ শুরু হয়ে যাওয়ায় আর ফিরে আসারও সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে অভিযোগ করছে, তারও ভিত্তি নেই।
এ সময় মন্ত্রী বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থাপনার পাশ দিয়ে মেট্রোরেল যাওয়ার সময় প্রযুক্তি ব্যবহার করে শব্দহীন থাকবে। যেসব প্রতিষ্ঠানের পাশ দিয়ে মেট্রোরেলের লাইন যাবে, তাদের সঙ্গে কথা বলেই রুট নির্ধারণ করা হয়েছে।
সড়ক দুর্ঘটনার বিষয়ে কাদের বলেন, ‘সড়ক দুর্ঘটনা কোথায় না ঘটেছে। ভারতে আমাদের চেয়ে আরো বেশি, পাকিস্তানে বেশি।’ তিনি জানান, সম্প্রতি করা জরিপে একমাত্র মালদ্বীপ ছাড়া দক্ষিণ এশিয়ার আর সব দেশেই সড়ক দুর্ঘটনার হার বাংলাদেশের চেয়ে বেশি। সে সঙ্গে এসব দুর্ঘটনা প্রতিরোধে সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এবং এটাই এযাবৎকালে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কমিটি বলে দাবি করেন ওবায়দুল কাদের।
মেট্রোরেলের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তিন বছর ধরে আমরা অনেক কাঠখড় পুড়িয়ে অ্যালাইনমেন্ট ঠিক করেছি, ডিজাইন ঠিক করেছি মেট্রোরেলের। আজকে অনেকেই এ বিষয়ে আপত্তি তুলছে। অথচ ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই এই অ্যালাইনমেন্ট ঠিক করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে দফায় দফায় আমরা বৈঠক করেছি, এ অ্যালমনাই ঠিক করেছি।’
কাদের বলেন, ‘এটা একটা বিদেশি প্রজেক্ট। এখানে সাড়ে ২২ হাজার টাকার প্রজেক্ট, এর মধ্যে ১৬ হাজার টাকা জাইকার, মানে জাপানের। এর পর আরো দুটি মেট্রোরেল আসছে। একটায় কিছু হবে না।’
এ ছাড়া বিশ্ববিদ্যালয় এলাকা, সংসদ ভবন ও জাতীয় সংসদ ভবন এলাকায় মেট্রোরেল সাউন্ডপ্রুফ রাখা হবে। তিনি বলেন, ‘এটা তো ওপর দিয়ে চলে যাবে, এটাতে বিঘ্নিত পরিবেশ বা সাংস্কৃতিক কর্মকাণ্ড, পরিবেশ বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই।’