মানিকছড়িতে নিজ ঘরে নারীর লাশ, স্বামী পলাতক
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বড়ডলু এলাকায় দেলোয়ারা বেগম (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার পর থেকে ওই নারীর স্বামী স্বামী মোরশেদ আলম পলাতক। পুলিশ ধারণা করছে, দেলোয়ারা বেগমকে শ্বাসরোধে হত্যা করেছেন তাঁর স্বামী।
পুলিশ জানিয়েছে, উপজেলার বড়ডলু গ্রামের দেলোয়ারা বেগমের সঙ্গে ৩৫ বছর আগে মোরশেদ আলমের হয়। তাঁদের সংসারে শিউলী আক্তার (৩০) ও মো. সোহেল (২৬) নামের দুই ছেলেমেয়ে রয়েছেন। সরকারের চতুর্থ শ্রেণির চাকরিজীবী মোরশেদ আলম সম্প্রতি অবসর নিয়ে নিজ ভূমিতে ঘর তৈরি করে দেলোয়ারাকে নিয়ে বাস করছিলেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা তাঁদের সাড়াশব্দ না পেয়ে বাড়িতে খোঁজ নিতে আসেন। দরজায় তালা ঝুলতে দেখে সন্দেহ হয়। ঘরের পেছনের জানালা দিয়ে ভেতরের ওই নারীর মরদেহ দেখা যায়। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে থানার মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. মকবুল আহম্মদ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন। নিহতের মুখে রক্তের দাগ পাওয়ায় শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
এসআই মো. মকবুল আহম্মদ জানান, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।