পুলিশ অপরাধ করলে অনুকম্পা নয় : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশের কোনো সদস্য অপরাধ করলে কোনো ধরনের অনুকম্পা দেখানো হবে না।
আজ শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি।
নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আইজিপি।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও সিটি করপোরেশনের কর্মকর্তা নির্যাতনের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘ডিএমপি (ঢাকা মহানগর পুলিশ) কমিশনার একটি তদন্ত কমিটি করেছেন। আমি নিজেও এডিশনাল ডিআইজির (পুলিশের উপমহাপরিদর্শক) নেতৃত্বে একটি কমিটি করেছি। ... রিপোর্ট আসার পর তদন্তে দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কাউকে কোনো প্রকার অনুকম্পা দেখানো হবে না।’
ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, ‘এখানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে ইউনিফর্ম পুলিশ আছে, এখানে সাদাপোশাকের পুলিশ আছে। গোয়েন্দার (গোয়েন্দা নজরদারি) জন্য পুলিশ আছে এবং পুরা এলাকা আমরা কর্ডন (ঘিরে) করে রাখছি।’
‘যেসব জায়গাতে কৌশলগত কারণে পুলিশের উপস্থিতি দরকার, সেখানে আমরা পুলিশ দিয়েছি। আমরা ...রুটে পুলিশ দিয়েছি। খিত্তাতেও (বিশ্ব ইজতেমা ময়দানের বিভিন্ন অংশ) আমাদের পুলিশ আছে। পুরো এরিয়া (এলাকা) সিসিটিভি (ক্লোজড সার্কিট টেলিভিশন) কভারেজ করা হয়েছে। চেকপোস্ট আছে। মানে ইলেক্ট্রনিক ডিভাইস থেকে আরম্ভ করে আধুনিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণের জন্য যেসব কৌশল নেওয়া হয়, আমাদের সব কৌশলই নেওয়া হয়েছে’, যোগ করেন আইজিপি।
সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন-অর-রশীদসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।