যুবলীগ নেতার ঘুষের টাকা ফেরত দিলেন সংসদ সদস্য
বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন স্থানীয় যুবলীগ নেতা ইউনুস আলী বাবু। কিন্তু নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবদুল কুদ্দুস ভুক্তভোগী গ্রাহকদের তাঁদের এই টাকা ফেরত দিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন।
শনিবার রাতে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে ৪০ জন গ্রাহককে তাঁদের টাকা ফেরত দেন প্রবীণ এই সাংসদ।
আবদুল কুদ্দুস জানান, যুবলীগ নেতা ইউনুস আলী বাবু কর্তৃক ৪০ জন গ্রাহকের কাছ থেকে অবৈধভাবে দুই হাজার ৫০০ টাকা করে মোট এক লাখ টাকা আদায় করার বিষয়টি তিনি জানতে পারেন। পরে তিনি এই টাকা বাবুর কাছ থেকে আদায় করে গ্রাহকের মাঝে ফেরত দিয়েছেন। তিনি আরো জানান, সরকারের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ দলীয় নেতাকর্মীদের করতে দেওয়া হবে না।
অধ্যাপক কুদ্দুসের ব্যক্তিগত সহকারী ইব্রাহিম হোসেন জানিয়েছেন, সম্প্রতি নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের পশ্চিম নওপাড়া গ্রামে ৩০ লাখ টাকা ব্যয়ে ৪৭ জন গ্রাহকের জন্য পৌনে এক কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করে পল্লী বিদ্যুৎ সমিতি। কিন্তু স্থানীয় যুবলীগ নেতা ইউনুস আলী বাবু বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করেন।
ইউনুস আলীর চাঁদাবাজি নিয়ে ভুক্তভোগী একজন গ্রাহক সাংসদ আবদুল কুদ্দুসের ফেসবুক পেজে মন্তব্য করলে বিষয়টি তাঁর নজরে আসে। শনিবার রাতে পশ্চিম নওপাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করতে যান সাংসদ। এ সময় তিনি প্রথমে সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা টাকা ফেরত দিয়ে তার পর বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে চাপিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল করিম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার নিতাই কুমার সরকার, গুরুদাসপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোস্তাফিজুর রহমান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিলসহ অন্যরা।