ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় মহসিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর সঙ্গে থাকা আরেক আরোহী হাফিজ (২৫) আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সলঙ্গা থানার পাটধারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মহসিন সলঙ্গা থানার কালিপুর গ্রামের বাসিন্দা।
সলঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খালেক ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সলঙ্গা থেকে উল্লাপাড়ার দিকে যাওয়ার পথে পাটধারী বাজারে পৌঁছালে মহাসড়কে কর্তব্যরত পুলিশ মোটরসাইকেলটি থামানোর জন্য সিগন্যাল দেন। কিন্তু ট্রাফিক পুলিশের আদেশ অমান্য করে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মহসিন মারা যান। এ ঘটনায় আহত হাফিজকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেছে পুলিশ ।
ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান এএসআই।