সংবাদ সম্মেলনে আসছেন এরশাদ
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।
পাঁচ দিনের নির্ধারিত সফরে রংপুরে গেলেও সে সফর সংক্ষিপ্ত করেই দুপুরে ঢাকায় ফিরছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
আজ সকাল ১০টায় রংপুর জেলা সার্কিট হাউস থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন সাবেক রাষ্ট্রপতি। দুপুরে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
গত রোববার (১৭ জানুয়ারি) পাঁচ দিনের সফরে রংপুরে যান এরশাদ। সন্ধ্যায় রংপুর জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘যত দিন বেঁচে আছি, সে (জি এম কাদের) কো-চেয়ারম্যান হিসেবে থাকবে, আমার সঙ্গে। আমি চলে যাওয়ার পর সে দায়িত্ব গ্রহণ করবে। এটা হলো আসল ঘোষণা। আগামী কাউন্সিল মিটিংয়ে আমরা গঠনতন্ত্র সংশোধন করব।’
এরশাদের এ ঘোষণার একদিনের মাথায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন দলের একটি অংশের নেতাকর্মীরা। রওশন এরশাদ দলের জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য।
রওশন এরশাদের গুলশানের বাসায় দলের মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এ ঘোষণা দিয়ে দাবি করেন, ‘দলের সভাপতিমণ্ডলী ও পার্লামেন্টারি দলের সদস্যদের যৌথসভায় সর্বসম্মতিতে রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে।’
দলের চেয়ারম্যান যে প্রক্রিয়ায় কো-চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরকে ঘোষণা করেছেন, তা গঠনতন্ত্র অনুযায়ী সঠিক হয়নি বলেও দাবি করেন জাপা মহাসচিব।
রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রংপুর থেকে প্রতিক্রিয়া জানান এরশাদ। তিনি বলেন, ‘বিরোধী দলের নেতা রওশন এরশাদের দলের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। জাতীয় পার্টিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করাও সম্পূর্ণ অবৈধ।’