জাপা সাংসদদের নিয়ে বৈঠক ডাকলেন রওশন
জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিকেল ৩টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
দলে রওশনপন্থী হিসেবে পরিচিত নেতা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করতে পারেন জাপার সংসদীয় দলের প্রধান রওশন এরশাদ।
দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ গত রোববার রংপুরে সংবাদ সম্মেলন করে ছোট ভাই জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ও দলে তাঁর উত্তরসূরি ঘোষণা করেন। একই সঙ্গে জি এম কাদেরকে আহ্বায়ক ও এ বি এম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করে জাপার ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এরশাদের ওই ঘোষণায় দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া হয়। পরদিনই স্ত্রী রওশনের নেতৃত্বে দলের একটি অংশের বিদ্রোহের মুখে পড়েন এরশাদ।
দলের মহাসচিব ও ১৮ সংসদ সদস্যসহ একটা অংশ গতকাল সোমবার যৌথ সভা করে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে। ওই ঘোষণার এক ঘণ্টার মাথায় রংপুরে এরশাদ এক প্রতিক্রিয়ায় বলেন, ‘রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটা অবৈধ।’
উদ্ভূত পরিস্থিতিতে আজ সকালে সফর সংক্ষিপ্ত করে রংপুর থেকে ঢাকায় ফেরেন জাতীয় পার্টির চেয়ারম্যান। দুপুরে রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি।
একই দিন রওশন ডেকেছেন জাপার সংসদীয় দলের বৈঠক।