সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত
সাতক্ষীরা শহরে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে শহরের সংগীতা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনায় নিহত গাজী নাহিদুজ্জামান (২৫) একজন সেনাসদস্য। তিনি কালীগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে। যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন তিনি। আহত অপরজন হলেন তাঁর চাচাতো ভাই গাজী আবু আনিস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে শহরের সংগীতা মোড়ে কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা নাহিদুজ্জামান ও আনিস দুজনই গুরুতর আহত হন। দ্রুত তাঁদের সাতক্ষীরা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে মারা যান নাহিদুজ্জামান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ বলেন, ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানটি ভাংচুর করেছে। পরে পুলিশ সেটি জব্দ করে।
সাতক্ষীরা জেলা হাসপাতালের চিকিৎসক আজমল হোসেন বলেন, আহত আবু আনিসের অবস্থা আশঙ্কাজনক।