হরতালের টহল পিকআপে ট্রাকের ধাক্কা, কনস্টেবল নিহত
সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানে থাকা এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই কনস্টেবলের নাম মোস্তাফিজুর রহমান (৩০)। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দিতে। দুর্ঘটনার সময় তিনি হরতাল-অবরোধের দায়িত্ব পালন করছিলেন।
একই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজু আহমেদ, কনস্টেবল শহীদুল, সোহেল রানা ও রাজীবুল। গুরুতর আহত অবস্থায় এঁদের মধ্যে তিনজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, পুলিশ সদস্যদের মধ্যে শহীদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ভোরে সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় একটি হলুদ পিকআপে চড়ে হরতাল-অবরোধের দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। সড়কের একটি গাড়ি নষ্ট হলে পুলিশের গাড়িটি দিয়ে সেটি সরানো হচ্ছিল। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক পুলিশের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তাফিজুর নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সদস্যদের উদ্ধার করে। ওসি জানান, এরই মধ্যে জেলার পুলিশ সুপার এস এম এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও মোকতার হোসেন আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে গেছেন।